ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিনে ইবিতে ছাত্রলীগের দোয়া মাহফিল   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ২৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ২২:২৪, ২৮ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। আজ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের পর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র, ছাত্রলীগ নেতা রিজভি আহমেদ পাপন, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকি আরাফাত, শাহজালাল সোহাগ, আব্দুল্লাহ আল মামুন, অনিক, ফজলে রাব্বিসহ ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী।

দোয়া মহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্য ও নিরাপদ জীবন এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব ড. আ স ম শোয়াইব আহমদ।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি